কেশবপুরে সুবোধ মিত্র অটিজম বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন



নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ২২ মে।
কেশবপুরের বালিয়াডাঙ্গায় সুবোধমিত্র অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার উপজেলা নির্বাহী অফিসার মিজানূর রহমান প্রধান অতিথি হিসেবে ওই বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। 
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুবোধ মিত্র অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি এ্যাডভোকেট মিলন মিত্র। বক্তব্য রাখেন, যশোর জেলা পরিষদের সদস্য হাসান সাদেক, কেশবপুর প্রেসক্লাবের সধারণ সম্পাদক মোতাহার হোসাইন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অসিত মোদক, আওয়ামীলীগ নেতা আলতাপ হোসেন বিশ্বাস, প্রাক্তন শিক্ষক দীপক মুখার্জী প্রমুখ।
অন্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রয়াত এমএনএ সুবোধ মিত্রের সহধর্মীনী অপর্না মিত্র, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি তপন কুমার ঘোষ মন্টু, জেলা পরিষদের সদস্য সোহরাব হোসেন, ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, জেলা পরিষদের ইঞ্জিনিয়ার শরীফুল ইসলাম চৌধুরী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী, কেশবপুর পৌরসভার কাউন্সিলর মফিজুর রহমান মফিজ, মনিরা খানম, প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন দলিত নেতা উজ্জল দাস। যশোর জেলা পরিষদ ৩ লাখ টাকার আসবাবপত্র ক্রয় ছাড়াও উক্ত ভবন নির্মানে ১২ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্ধ দিয়েছে।    

কবির হোসেন
কেশবপুর
০১৭১১-২৫০৩৫৬