জটিল রোগে আক্রান্ত গিয়াস উদ্দীন


কেশবপুর হাসপাতাল মোড়ের ক্ষুদ্র খাবার হোটেলে ব্যবসায়ী গিয়াস উদ্দীন ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত। বর্তমানে ঢাকার মহাখালী ক্যান্সার হাসপাতালের ডাঃ মোঃ রফিকুল ইসলামের তত্বাবধানে চিকিৎসাধীন আছেন। হতদরিদ্র মানুষের পক্ষে মরনব্যাধি এ রোগের চিকিৎসা করা খুবই কঠিন। 
গত কয়েক মাস যাবৎ চিকিৎসা খরচ বহন করতে তার শেষ সম্বল ভিটেমাটি টুকুও হারিয়ে যেতে বসেছে। ডাক্তার বলেছেন উন্নত চিকিৎসার জন্য ১৫/২০ লাখ টাকার প্রয়োজন। পিতাকে বাঁচিয়ে রাখতে তার একমাত্র ছেলে (মা হারা) মোঃ মফিজুর রহমান সকল মানুষের কাছে সাহায্যের হাত পেতেছে।
আপনার সাহায্য হয়তো দ্ররিদ্র গিয়াস উদ্দীনকে বাঁচিয়ে রাখতে পারে। আপনারা সকলে মিলে ফুসফুসে ক্যান্সার আক্রান্ত গিয়াস উদ্দীনের পাশে দাঁড়ান। আপনার আমার সকলের সামান্য সহযোগিতায় বেঁচে যেতে পারে একটি জীবন।
মোঃ গিয়াস উদ্দীন, পিতাঃ মৃত গোলাম আলী সরদার, গ্রামঃ ভোগতী, ডাকঘরঃ কেশবপুর, উপজেলাঃ কেশবপুর, জেলাঃ যশোর এ ঠিকানায় সাহায্য পাঠাতে পারেন। অথবা তার ছেলে মফিজুর রহমানের বিকাশ এ্যাকাউন্ট নং, ০১৭২১১২৮২২৪ পাঠাতে পারেন। এছাড়া হিসাব নং ৮৯৩৮, বাংলাদেশ কৃষি ব্যাংক কেশবপুর শাখা, কেশবপুর, যশোর এ ঠিকানায়ও সাহায্য পাঠাতে পারেন।
কবির হোসেন