এবারের ডেঙ্গুতে তাপমাত্রা ১০১ ডিগ্রি, র‌্যাশ দেখা যায়না, রক্তক্ষরণও হয়না। হাড়ে বা শরীরের সংযোগস্থলে ব্যথাও হয়না। ফলে অনেকে বুঝতেই পারেন না যে তিনি ডেঙ্গু আক্রান্ত। তাই গুরুত্ব দেন না। জ্বর চলে যাওয়ার পরে প্লাটিলেট ভেঙ্গে ব্লাডপ্রেসার কমে কলাপস করে। জ্বরের সাথে বমি ও লুজ মোশনও ডেঙ্গুর লক্ষণ। ফলে এবার মৃত্যুর হার বেশি। তাই জ্বর এলেই Dengue Ns1 পরীক্ষাটা দ্রুত করে ফেলুন। জ্বরের পাঁচ দিনের মধ্যেই এই টেস্ট করতে হয়, পাঁচদিন কেটে গেলে এই টেস্ট নেগেটিভ আসে। তখন ডেংগু কনফার্ম করার জন্য অন্য টেস্ট করতে হয় । তাই জ্বর এলে দেরি না করে সেদিনই NS1 করে ফেলুন। এবং অবশ্যই হেলাফেলা না করে ডাক্তার দেখান। পরামর্শ নিন। ডেঙ্গুর কোন ঔষধ নাই। জিনিসটা মাথায় ঢুকিয়ে ফেলুন। এর মূল চিকিৎসা হচ্ছে শরীরের ফ্লুইড ব্যালেন্স ঠিক রাখা। এইটা আপনি পারবেন না। কোন ফার্মেসির দোকানদার, টেকনেশিয়ান, ভন্ড চিকিৎসক, আপনার মহা জ্ঞানী প্রতিবেশী কেউই পারবেন না। সুতরাং কারো পরামর্শে কিচ্ছু করবেন না। কোন ঔষধ খাওয়াও নিষেধ। ফ্লুইড খাবেন বেশি করে। যেমন ডাবের পানি, বাসায় বানানো ফলের রস, লেবুর শরবত ইত্যাদি। আর নিজের বাসার কোথাও পরিস্কার পানি জমে থাকছে কিনা খেয়াল রাখুন। ছাদে কোথাও পানি জমে থাকছে কিনা খেয়াল করুন। প্রতিবেশীদেরকেও সতর্ক করুন। সূত্রঃ ১) অধ্যাপক ডা.এ বি এম আবদুল্লাহ ২) ডাঃ ইমরান কায়েস, MBBS, MRCS 3) National Guidelines for clinical Management of Dengue Syndrome 2018


এবারের ডেঙ্গুতে তাপমাত্রা ১০১ ডিগ্রি, র‌্যাশ দেখা যায়না, রক্তক্ষরণও হয়না। হাড়ে বা শরীরের সংযোগস্থলে ব্যথাও হয়না। ফলে অনেকে বুঝতেই পারেন না যে তিনি ডেঙ্গু আক্রান্ত। তাই গুরুত্ব দেন না। জ্বর চলে যাওয়ার পরে প্লাটিলেট ভেঙ্গে ব্লাডপ্রেসার কমে কলাপস করে। জ্বরের সাথে বমি ও লুজ মোশনও ডেঙ্গুর লক্ষণ। ফলে এবার মৃত্যুর হার বেশি। তাই জ্বর এলেই Dengue Ns1 পরীক্ষাটা দ্রুত করে ফেলুন। জ্বরের পাঁচ দিনের মধ্যেই এই টেস্ট করতে হয়, পাঁচদিন কেটে গেলে এই টেস্ট নেগেটিভ আসে। তখন ডেংগু কনফার্ম করার জন্য অন্য টেস্ট করতে হয় । তাই জ্বর এলে দেরি না করে সেদিনই NS1 করে ফেলুন। এবং অবশ্যই হেলাফেলা না করে ডাক্তার দেখান। পরামর্শ নিন। ডেঙ্গুর কোন ঔষধ নাই। জিনিসটা মাথায় ঢুকিয়ে ফেলুন। এর মূল চিকিৎসা হচ্ছে শরীরের ফ্লুইড ব্যালেন্স ঠিক রাখা। এইটা আপনি পারবেন না। কোন ফার্মেসির দোকানদার, টেকনেশিয়ান, ভন্ড চিকিৎসক, আপনার মহা জ্ঞানী প্রতিবেশী কেউই পারবেন না। সুতরাং কারো পরামর্শে কিচ্ছু করবেন না। কোন ঔষধ খাওয়াও নিষেধ। ফ্লুইড খাবেন বেশি করে। যেমন ডাবের পানি, বাসায় বানানো ফলের রস, লেবুর শরবত ইত্যাদি। আর নিজের বাসার কোথাও পরিস্কার পানি জমে থাকছে কিনা খেয়াল রাখুন। ছাদে কোথাও পানি জমে থাকছে কিনা খেয়াল করুন। প্রতিবেশীদেরকেও সতর্ক করুন। সূত্রঃ ১) অধ্যাপক ডা.এ বি এম আবদুল্লাহ ২) ডাঃ ইমরান কায়েস, MBBS, MRCS 3) National Guidelines for clinical Management of Dengue Syndrome 2018
Uploaded by Kabir Khan

2019-07-27T18:00:42.000Z
via Facebook http://bit.ly/2YaQMrK