প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত


কেশবপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ৪ জন মারাত্মক আহত হয়েছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় শনিবার সন্ধ্যায় জিয়াউর রহমান নামে এক ব্যক্তি কেশবপুর থানায় একটি অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সাতবাড়িয়া উত্তরপাড়া গ্রামের আবুল করিম গাইনের ছেলে জিয়াউর রহমানের (৪২) পরিবারের সাথে একই গ্রামের মৃত নওশের আলী মোড়লের ছেলে মোহাম্মদ আলী (৪০) ও আব্দুল আজিজ (৫০), মৃত ইমান আলীর ছেলে মাহবুর রহমান (৩২), রুহুল আমিনের ছেলে সেলিম হোসেনের (৩২) ভিটা বাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

জমির বিষয়ে আদালতে মামলাও চলছে। উপরোক্ত ব্যক্তিরা গতবছর ৪ ডিসেম্বর তাদের বসতবাড়িতে এসে মারপিট, ক্ষয়ক্ষতি ও ভাংচুর করলে ঘটনাটি বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়। যার জের ধরে শুক্রবার জুমআর নামাজের আগমূহুর্তে বাড়িতে কোন পুরুষ লোক না থাকায় উক্ত ব্যক্তিরাসহ অজ্ঞাতনামা ১০/১২ জন ভাড়াটে সন্ত্রাসীরা প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে।

এ সময় জিয়াউর রহমানের স্ত্রী তহুরা বেগম (৩৪) ও তার ভাই মজিবার রহমানের স্ত্রী সালমা বেগম (২৭) ঘর থেকে বাইরে এসে গালি গালাজ করতে নিষেধ করলে তাদেরকে এলোপাতাড়ীভাবে মারপিট করে। এক পর্যায়ে দু’জনকে উপরোক্ত ব্যক্তিরা উঠানে থাকা আম গাছে ও ঘরে পাকা পিলারের সাথে বেঁধে রাখে।

তাদের ডাকচিৎকারে জিয়াউর রহমানের বাবা বৃদ্ধ আব্দুল করিম গাইন (৬৫) ও তার মা খায়রুন নেছা (৬০) এগিয়ে গিয়ে ঠেকাতে গেলে তাদেরকেও মারপিট করে মারাত্মক আহত করে। পরে এলাকাবাসী ছুটে এসে আহতদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনা উল্লেখ করে জিয়াউর রহমান বাদী হয়ে উপরোক্ত ৪ ব্যক্তি ও অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

কেশবপুর থানার ডিউটি অফিসার এএসআই সোহেল রানা শনিবার সন্ধ্যায় অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করছেন।