Showing posts with the label দেশের খবরShow all
সাদেক সাহেবের ১২তম মৃত্যু বার্ষিকী
কেন এই হিংসা
ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক কার্যক্রমে কেশবপুর স্বাস্থ্য বিভাগ বাড়ি বাড়ি
আজ জনকণ্ঠে
মশা মারতে ফগার
শোক
তথ্য একটি এডিস মশা তার জন্মস্থলের চার পাশে মাত্র ৪০০ মিটার পর্যন্ত ভ্রমন করতে পারে ( source : WHO Dengue control protocol)। এর থেকে আমরা তিনটি বিষয় বুঝতে পারিঃ প্রথমত - আপনি আপনার বাসার ও কর্মস্থলের চারপাশে নিজে ও অন্যদের সহায়তায় শুধু মাত্র যদি ৪০০ মিটার এলাকা নিরাপদ ও পরিস্কার রাখতে পারেন তবে আপনার ডেংগুতে আক্রান্ত হওয়ার সম্ভবনা অনেকটা কমে যাবে। দ্বিতীয়ত- এডিস মশা ডেংগুর বাহক । তাই কোনো এডিস মশা আপনাকে কামরালে তখনি আপনি আক্রান্ত হবেন যদি এই এডিস মশা আগে অন্য একজন ডেংগু আক্রান্ত পেশেন্টকে কামরিয়ে থাকে। সেক্ষেত্রে আপনার আশে পাশে ৪০০ মিটারের,মধ্যে কেও আক্রান্ত থাকলে অবশ্যই তাকে মশারির মধ্যে থাকতে উদ্ভুদ্ধ করুন ও সহায়তা করুন। তৃতীয়ত - এতো কম রেঞ্জ নিয়ে একটি উত্তরের এডিস মশা দক্ষিনে বা দক্ষিনের এডিস মসা উত্তরে যেতে পারে না। - কার্টেসীঃ ডাঃ সমাপ্ত
রোদ-বৃষ্টির লুকোচরি খেলা!
এবারের ডেঙ্গুতে তাপমাত্রা ১০১ ডিগ্রি, র‌্যাশ দেখা যায়না, রক্তক্ষরণও হয়না। হাড়ে বা শরীরের সংযোগস্থলে ব্যথাও হয়না। ফলে অনেকে বুঝতেই পারেন না যে তিনি ডেঙ্গু আক্রান্ত। তাই গুরুত্ব দেন না। জ্বর চলে যাওয়ার পরে প্লাটিলেট ভেঙ্গে ব্লাডপ্রেসার কমে কলাপস করে। জ্বরের সাথে বমি ও লুজ মোশনও ডেঙ্গুর লক্ষণ। ফলে এবার মৃত্যুর হার বেশি। তাই জ্বর এলেই Dengue Ns1 পরীক্ষাটা দ্রুত করে ফেলুন। জ্বরের পাঁচ দিনের মধ্যেই এই টেস্ট করতে হয়, পাঁচদিন কেটে গেলে এই টেস্ট নেগেটিভ আসে। তখন ডেংগু কনফার্ম করার জন্য অন্য টেস্ট করতে হয় । তাই জ্বর এলে দেরি না করে সেদিনই NS1 করে ফেলুন। এবং অবশ্যই হেলাফেলা না করে ডাক্তার দেখান। পরামর্শ নিন। ডেঙ্গুর কোন ঔষধ নাই। জিনিসটা মাথায় ঢুকিয়ে ফেলুন। এর মূল চিকিৎসা হচ্ছে শরীরের ফ্লুইড ব্যালেন্স ঠিক রাখা। এইটা আপনি পারবেন না। কোন ফার্মেসির দোকানদার, টেকনেশিয়ান, ভন্ড চিকিৎসক, আপনার মহা জ্ঞানী প্রতিবেশী কেউই পারবেন না। সুতরাং কারো পরামর্শে কিচ্ছু করবেন না। কোন ঔষধ খাওয়াও নিষেধ। ফ্লুইড খাবেন বেশি করে। যেমন ডাবের পানি, বাসায় বানানো ফলের রস, লেবুর শরবত ইত্যাদি। আর নিজের বাসার কোথাও পরিস্কার পানি জমে থাকছে কিনা খেয়াল রাখুন। ছাদে কোথাও পানি জমে থাকছে কিনা খেয়াল করুন। প্রতিবেশীদেরকেও সতর্ক করুন। সূত্রঃ ১) অধ্যাপক ডা.এ বি এম আবদুল্লাহ ২) ডাঃ ইমরান কায়েস, MBBS, MRCS 3) National Guidelines for clinical Management of Dengue Syndrome 2018
শুভ কামনা